নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাকের ধাক্কায় চার্জারভ্যানে থাকা মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের শিশুসহ আহত হয়েছেন আরো চারজন।
বুধবার দুপুর ১টার দিকে মহাদেবপুরের খোড়াতলী মোড় এলাকায় এ দুর্ঘট্না ঘটে।
দুর্ঘটনায় নিহত আবেদা বেগম (৬০)। তিনি মো: খোকার স্ত্রী। অপরজন বেবী আক্তার (৩৫)। তিনি মো: জনাব আলীর স্ত্রী। তারা পাশের উপজেলা মান্দার কুলিহার গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন রফিকুল ইসলাম (২২), দুলালী খাতুন (৩০), খাতিজা আক্তার (২০) ও আল আমিন (৫)। এর মধ্যে রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজন আলমগীর হোসেন জানান, বুধবার দুপুর ১টার দিকে বগুড়ার আদমদিঘী থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসার সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌড়ী বাজারের পূর্ব পাশে খোড়াতলীর মোড়ে নওগাঁ সদরের দিক থেকে আসা একটি চার্জারভ্যানের সাথে রাজশাহীর দিক থেকে আসা একটি দ্রুতগামী মিনি ট্রাকের সাথে ধাক্কা লেগে চার্জারটি উল্টে যায়। এতে করে চার্জারের আরোহীরা সেখানে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবেদা বেগমকে মৃত ঘোষণা করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেবী আক্তার দুপুর সোয়া ২টার দিকে মৃত্যু বরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ট্রাক ও চার্জারটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।