November 30, 2024, 10:31 pm

News Headline :
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় বিকাশের সুপারভাইজার নিহত রাজশাহীর কেন্দ্রীয় চিড়িয়াখানায় মোটরসাইকেল পার্কিং ১০০ টাকা রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ নগরীর ১৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় রাজশাহীতে এক কিশোর গ্রেফতার হাসনাত আব্দুল্লাহ ও সারজিস এর প্রাইভেট কারে ট্রাকের ধাক্কা পুঠিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে চাকুরি পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ুন: আরিফ-শাকিল
রাজশাহীতে ইএসডিও রেসকিউ প্রকল্পের আওতায় হাইজিন উপকরণ বিতরণ

রাজশাহীতে ইএসডিও রেসকিউ প্রকল্পের আওতায় হাইজিন উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ইএসডিও রেসকিউ প্রকল্পের আওতায় হাইজিন উপকরণ বিতরণ করা হয়েছে। এনহ্যান্স এমারজেন্সি রেসপোন্সেস থ্রো সোশ্যাল এন্ড ইকোনোমিক প্রোটেকশন ফর আরবান স্লাম ডুয়েলার্স ফর এড্রেসিং নিউ নরমাল সিচ্যুয়েশন অফ কোভিড-১৯ (রেসকিউ) প্রকল্পের আওতায় তালাইমারীস্থ আলোর পাঠশালা স্কুল প্রাঙ্গণে ৭০৭ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাইজিন উপকরণ বিতরণ করা হয়।

শনিবার সকালে রাসিকের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরমান আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরীর ২৪নং ওয়ার্ডের হাদীর মোড়, কেদুর মোড় এবং পঞ্চবটি এলাকার মানুষের হাতে হাইজিন উপকরণ তুলে দেন।

ইএসডিও রেসকিউ প্রকল্পটি সিবিএফ (ক্লাইমেট ব্রিজ ফান্ড) এর আর্থিক সহায়তায় নগরীতে প্রকল্প এলাকার ১৮১০ পরিবারের মাঝে হাইজিন উপকরণ বিতরণ করা হচ্ছে। প্রতিটি হাইজিন প্যাকেজে ১টি ঢাকনাসহ ১০ লি: সিলভার কলস, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১টি গোসলের সাবান, ৭৫০ গ্রাম হারপিক, ১টি টয়লেট ব্রাশ, স্যানিটারী ন্যাপকিন ১ প্যাকেট (১৫ পিচ), ১ জোড়া স্যান্ডেল বিতরণ করা হয়।

হাইজিন উপকরণ প্রদানের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিকগণ হাইজিন চর্চার মাধ্যমে স্বাস্থ্যবিধি সঠিকভাবে অনুশীলন করতে পারবে। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যবিধি চর্চার মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে। জঊঝঈটঊ প্রকল্পটি ঈইঋ (ঈষরসধঃব ইৎরফমব ঋঁহফ হলো একটি ট্রাষ্ট ফান্ড যা কভড এর মাধ্যমে জার্মানি সরকারের সহায়তায় ব্র্যাক দ্বারা প্রতিষ্ঠিত) এর আর্থিক সহায়তায়, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কারিগরি সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৫টি ওয়ার্ডে বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে ইএসডিও রেসকিউ প্রকল্পের ফোকাল পার্সন ও রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো: আজিজুর রহমান, প্রকল্প সমন্বয়কারী তাসবীর আহমদ খাঁন, ট্রেইনার কাম এমএন্ডই অফিসার শুক্লা মুখার্জ্জীসহ ইএসডিও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.