নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় অভিযোন চালিয়ে মোবাইল চোরাকারবারী মূলহোতাসহ দুইজন গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। গতকাল দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার খাগড়াবাড়িয়া এলাকায় এ অভিযান চালায় র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া এলাকায় দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় খাঁ (২৪) ও তারা খাঁর ছেলে রানা (২২)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে নাটোরের সিড়া উপজেলার খাগড়াবাড়িয়া এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার হয় মোবাইল চোরাকারবারী মূলহোতা হৃদয় খাঁ ও সহযোগী রানা।
এসময় তাদের কাছ থেকে মোবাইল, সীম কার্ড ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক সঞ্জজয় কুমার সরকার।
র্যাবের সিনিয়র সহকারি পরিচালক সঞ্জজয় কুমার সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জব্দকৃত আলামত মোবাইল ফোন নাটোরের বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রির করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারের পর তাদের নাটোর সিংড়া থানায় সোপর্দ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।