রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘৭ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র – শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ( টিএসসিসি) সামনের মাঠে আগামী ১৮–১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সায়েন্স ক্লাবের আয়োজনে প্রায় তেরো শতাধিক গবেষক ও তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা অংশগ্রহন করবে। ২দিনের এই উৎসবে থাকছে ১১টি বিভিন্ন বিষয়ক প্রতিযোগিতা।
দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিনের আয়োজনে একক অংশগ্রহনে থাকছে সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টফিক স্পিস কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং, ফটোগ্রাফি কনটেন্ট।
দ্বিতীয় দিনের আয়োজনে দলীয় অংশগ্রহনে থাকছে প্রজেক্ট শো কম্পিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়াল ম্যাগাজিন এবং পোস্টার প্রেজেন্টেশন।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য বিধান চন্দ্র দাস ও ড. মোঃ সেলিম খান এবং বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উপদেষ্টামন্ডলী।
সংবাদ সম্মেলনে ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।