চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তাসফির হাসান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে ১২ জনের মৃত্যু হলো।
টানা ৬ দিন আইসিইউতে থাকার পর শুক্রবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী আরটিভি নিউজকে বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তির পরের দিনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। এ ছাড়া দুর্ঘটনায় তার মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত ছিল। দিন দিন শারীরিক অবনতির কারণে তার জ্ঞান ফেরেনি। আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তাকে বাঁচানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ২৯ জুলাই খৈয়াছড়া ঝরনা ঘুরে ফেরার পথে মিরসরাইয়ের বড়তাকিয়ায় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন নিহত হন। আহত হন অন্তত ৬ জন। তারা সবাই হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকার ‘আর অ্যান্ড জে’ কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষক।