November 24, 2024, 6:05 am

News Headline :
রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম রাজশাহীতে আলু ও তেলের দাম বাড়তি রাজশাহীতে ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বললো মহানগর ছাত্রদল প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার মতবিনিময় দেশের সকল ক্ষমতার মালিক হবেন জনগণ: ড. মুহাম্মদ ইউনূস রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন দালালের ফাইলে আগে সই করেন রাজশাহী পাসপোর্ট অফিসের ডিডি
মাদ্রাসার অধ্যক্ষকে এমপি’র বাড়ীতে তুলে নিয়ে নির্যাতন, এলাকায় উত্তেজনা

মাদ্রাসার অধ্যক্ষকে এমপি’র বাড়ীতে তুলে নিয়ে নির্যাতন, এলাকায় উত্তেজনা

রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলার পুঠিয়ায় এক মাদ্রাসার অধ্যক্ষকে দলীয় লোকজন দিয়ে স্থানীয় এমপি’র নিজ বাড়ীতে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় চলছে উত্তেজনা। অপহরনের পর এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে, এমপি’র বাড়ীতে অধ্যক্ষকে তিন ঘন্টা নির্যাতনের পর পুলিশ উদ্ধার করে।

জানা যায়, রবিবার (১৫ অক্টোবর) এমপি ডা. মনসুর রহমান মোবািল ফোনে মাদ্রাসা অধ্যক্ষ হাবিবুর রহমানকে তুলে আনার হুমকি দেন।

তুলে আনার হুমকির একদিন পর পুঠিয়ার বিড়ালদহ সৈয়দ করম আলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমানকে সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বাড়িতে তিন ঘণ্টা আটকে রাখার খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের ৫ নেতাকর্মী ওই শিক্ষককে তুলে নিয়ে যান। এ সময় তার মুক্তির দাবিতে বিড়ালদহে রাজশাহী-ঢাকা সড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। এর তিন ঘণ্টা পর পুলিশ দিয়ে অধ্যক্ষকে মাদ্রাসায় পাঠানো হয়।

মাদ্রাসার ছাত্রছাত্রীরা জানায়, মাদরাসার কমিটি নিয়ে বিরোধের জের ধরে আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে একই এলাকার মঈন, শফিক সহ কয়েকজন একটি প্রাইভেট কার নিয়ে মাদ্রাসা ক্যাম্পাসে আসে। এরপর অধ্যক্ষের কক্ষে গিয়ে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে টেনে হেঁচড়ে তাদের গাড়িতে করে অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘মাদ্রাসা পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলে নতুন কমিটি গঠন করি। এ নিয়ে এমপি ডা. মনসুর রহমান ক্ষুব্ধ হয়ে শনিবার রাত ৯টায় ফোন করে বলেন, এক্ষুনি আমার বাসায় আসেন। আমি জানাই, আমি তো পাবনায় গ্রামের বাড়িতে। ফিরব রোববার ভোরে। তখন এমপি বলেন, তাহলে কাল রাতে আসেন। আসতে পারবেন তো? না আসতে পারলে ঘাড় পাকিয়ে তুলে আনব।’ ডা. মনসুর রহমানের এ বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‌‌‌‘এর একদিন পর সোমবার সকাল ৯টায় শফিকুল ইসলাম ডাবলু, মুহিন, তুষারসহ পাঁচজন আমাকে জোর করে একটি মাইক্রোবাসে তোলে।  এ সময় তারা আমাকে কিল ঘুষি দিতে থাকে। তারা জোর করে আমাকে এমপির বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর কমিটি নিয়ে আমাকে এমপি জিজ্ঞাসাবাদ করেছেন। পরে অবশ্য তুলে আনার জন্য ভুল স্বীকার করেছেন। মুহিনকে দিয়ে ক্ষমা চাইয়েছেন।’

তিনি বলেন, এ ঘটনায় এখন মামলা করব কিনা স্থানীয় লোকজন, অভিভাবক তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।‌

জানতে চাইলে এমপি ডা. মনসুর রহমান বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদের বাড়ি বিড়ালদহে। আমি ডা. নওশাদকে সভাপতি করেছিলাম। কিন্তু অধ্যক্ষ হাবিবুর রহমান আমাকে না জানিয়ে গোপনে ডা. নওশাদকে বাদ দিয়ে দারার (সাবেক এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা) লোককে সভাপতি করেছে। এজন্য তাকে ফোন করেছিলাম। পরে কিছু লোক তাকে তুলে এনেছিল। আমি অধ্যক্ষের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ ডেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি।’

অধ্যক্ষকে ঘাড় পাকিয়ে তুলে আনার হুমকির বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের হুমকি আমি দিইনি। এসব দারার কারসাজি।’

বিড়ালদহ সৈয়দ করম আলী ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি আব্দুস সালেক বলেন, ‘আমি আমার যোগ্যতায় সভাপতি হয়েছি। আমাকে আব্দুল ওয়াদুদ দারা সভাপতি করেননি। কিন্তু মাদ্রাসা চালু অবস্থায় শিক্ষার্থীদের সামনে দিয়ে অধ্যক্ষকে লাঞ্ছিত করে তুলে নিয়ে যাওয়া খুবই ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করছি। আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছি। এরপর অধ্যক্ষকে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘সংসদ সদস্য অধ্যক্ষকে ডেকেছিলেন। পরে তিনি গিয়েছিলেন। তুলে নিয়ে যাওয়ার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.