November 11, 2025, 12:43 pm

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: দেশজুড়ে ভোগান্তি-বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: দেশজুড়ে ভোগান্তি-বিক্ষোভ

 

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকে এ দাম কার্যকর হবে।

এর আগে, ডিজেল ও কেরোসিনে দাম ছিল ৮০ টাকা, অকেটেনের দাম ছিল ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল ৮৬ টাকা।

এদিকে শুক্রবার (৫ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো প্রয়োজন। তবে অবশ্যই সহনীয় মাত্রায় হবে। জনগণের দুর্ভোগ হয়, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.