নিজস্ব প্রতিবেদকঃ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নওগাঁ মান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৮অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব সার ও বীজ বিতরণের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. লায়লা আঞ্জুমান বানু এর সভাপতিত্বে উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দীন প্রামানিক।
২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে ৯টি ফসল সরিষা ৪ হাজার ৮০জন, গম ৭শত জন, ভুট্টা ৫৬০জন, শীতকালীন পেঁয়াজ ৮০জন, মুগ ৬০জন, মসুর ১৮০জন, খেসারি ২৮০জন, সূর্যমুখী ৫০জন, চিনাবাদাম ২০জন। সর্ব মোট ৬হাজার ৭শত ৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হবে। এক বিঘা জমির জন্য প্রতিজন কৃষক পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার।এ সময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শায়লা শারমিনসহ অন্যরা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাইল করিমের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান , মুক্তিযোদ্ধা, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।