নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ডেভেলপার প্রতিষ্ঠান হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স-এর বহুতল ভবন হিলটেক এলাহী টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার বিকেলে নগরীর সাগরপাড়ায় এ এলাহী টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স’র তত্ত্বাবধায়নে প্রায় সোয়া ১৫ কাঠা জমির উপর নির্মিত হবে ১১তলা বিশিষ্ঠ আধুনিক মানের বহুতল ভবন এলাহী টাওয়ার।এলাহী টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন। উপস্থিত ছিলেন, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার এসোসিয়েশনের সভাপতি ও মেসার্স রহমান ডেভেলপার এন্ড এ্যাসোসিয়েটস’র ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সহ-সভাপতি ও আদ্দীন প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন আলী, রেডার সাংগঠনিক সম্পাদক ও রেডব্রিক প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা-উল-বারি সওদাগর, শ্যামল ছায়াঁ হাওজিং লিমিটেডের ব্যবস্থাপনা পচিালক আক্তারুল হুদা রুমেল, হিলটেক রিয়াল স্টেট এন্ড বিল্ডার্স’র চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের রহমান, হিলটেক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসাইন, জমির মালিক নজরুল ইসলাম,নাজির আহমেদ, হোসনে আলা, রওশনারা বেগমসহ অন্যান্যরা।ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আকরাম হোসেন।