নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চরাঞ্চলে মানুষের দীর্ঘদিনের জমি সংক্রান্ত সমস্যার সমাধান হতে যাচ্ছে।শনিবার রাজশাহী জেলা প্রশাসক মো. শামীম আহমেদ পদ্মানদীর ওপারে পবার চর মাঝারদিয়াড়ের মানুষের সাতে মতবিনিময়কালে তাদের জমি সংক্রান্ত সমস্যা নিরসনে ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময়কালে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিলসহ চরমাঝারদিয়াড়ের লোকজন জেলা প্রশাসককে জানান, দেশ স্বাধীনের পর থেকে তারা বাপ-দাদার আমলের চরির জমি ব্যবহার করে আসছেন। বাপ-দাদাদের মালিকানা থাকলেও বিভিন্ন কারণে তাদের মালিকানায় সমস্যা দেখা দেয়াই তারা প্রয়োজনের সময়ে কেনা-বেচা করতে পারেন না।
জেলা প্রশাসক বলেন, চরবাসীর কথাশুনে জেলা প্রশাসক জমি জটিলতার বিষয়ে দ্রুত কার্যকরি পদক্ষেপ নিবেন বলে জানান। চরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টি দিবেন। চরের কৃষিজীবীদের জন্য গো-তৃণভূমির আশ্বাস দেন। এছাড়াও স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সকল বিষয় দেখভালের আশ্বাস দেন তিনি।
পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে ও সহকারি কমিশনার ভূমি অভিজিত সরকারের সার্বিক ব্যবস্থাপনায় সভায় অতিথি ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিসুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মো. শামসুল ইসলামসহ জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।