মোহনপুর: বিএনপি ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টা সড়ক অবরোধ চলাকালে শেষ দিনে ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে মোহনপুরে জনজীবন ছিল স্বাভাবিক।
সোমবার (৬ নভেম্বর) বেলা বেলা ২ টা ৫০ মিনিটের দিকে রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়ক মোহনপুর উপজেলার মৌগাছী ইউপির নন্দনহাট নামক এলাকায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময়ে ৬টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ১২ জন আরোহী রাজশাহীর দিক থেকে এসে ঘটনাস্থলে ট্রাকে আগুন দিয়ে আবার রাজশাহীর দিকে ফিরে যায়।
এবিষয়ে ভুক্তভোগী ট্রাকের ড্রাইভার জহুরুল বলেন, সে রাজশাহী থেকে মুরগীর খাদ্য নিয়ে বাগমারা উপজেলার হাটগাঙ্গপাড়া যাওয়ার পথে নন্দনহাট নামক এলাকায় পৌছামাত্র ১০/১২ জন মোটর সাইকেলে করে দুষ্কৃতকারীরা এসে গাড়িতে ইট পাটকেল ছোড়ে, গাড়ি ভাংচুর চালায় এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল, ওসি (তদন্ত) আছের আলী, এসআই ইব্রাহিম, এসআই সাখাওয়াত হোসেন, এএসআই সিরাজুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে গাড়িতে দেওয়া আগুন নিয়ন্ত্রণ করেন।
তবে ঘটনা স্থল থেকে কাউকে আটক করা যায়নি।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কে এম এরশাদ আলী।
মোহনপুর থানা এলাকায় অবরোধের পরিস্থিতি ও সার্বিক বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল, অবরোধ হলেও সবকিছু স্বাভাবিক নিয়মেই সব স্বচল রয়েছে।আজকের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবকিছুই ঠিক ছিল। কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে। কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে।