November 30, 2024, 10:47 am

News Headline :
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে গণ প্রকৌশল দিবস পালন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে গণ প্রকৌশল দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” (Innovation & Entrepreneurship Policy for Development) প্রতিপাদ্য  বাস্তবায়নে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে ‘ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (IDEB) ‘র গণ-প্রকৌশল দিবস-২০২৩ ও গৌরবোজ্জল ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে আইডিইবি’র কার্যালয়ের সামনে থেকে ২০০০ জন সদস্য প্রকৌশলীর অংশগ্রহনে এক বর্ণাঢ্য রালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি আইডিইবি ভবন হতে কোর্ট স্টেশন হয়ে পুনরায় ভবনের সামনে এসে শেষ হয়। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী জাতি গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। কারিগরি শিক্ষা ছাড়া উন্নতজাতি গঠন করা সম্ভব নাই। তাই সকলেকে কারিগরি শিক্ষায় মনোযোগ দিতে হবে। এছাড়াও কারিগরি শিক্ষার মান উন্নত করতে যেসব অন্তরায়গুলো আছেন সেগুলো সরকারের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।আইডিইবি রাজশাহী সভাপতি আমিনুল ইসলাম , ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিবি) এর বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তৃতা প্রদান করেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নওশের আলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব কবির উদ্দিন, রাজশাহী জেলা শাখার সভাপতি সর্ব জনাব প্রকৌঃ আনিস হক, সহ-সভাপতি প্রকৌঃ সৈয়দ সাইদ আহম্মদ সানি, বীর মুক্তিযোদ্ধা প্রকৌ: মোঃ সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রকৌ: সেখ মুজিবুর রহমান, প্রকৌঃ মোঃ মশিউর রহমান সাংগঠনিক সম্পাদক (IDEB) রাজশাহী জেলা ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাজশাহী জেলা যুগ্ম সম্পাদক প্রকৌঃ আয়াত উল্লাহ, জাপার ও দপ্তর সম্পাদক প্রকৌঃআহসান হাবীব, অর্থ সম্পাদক প্রকৌঃ আবু বাশির, কেন্দ্রীয় কাউন্সিলর প্রকৌঃ আজিজুল হক, কেন্দ্রীয় কাউন্সিলর প্রকৌঃ জিয়া উদ্দিন, প্রকৌঃ আব্দুর রহিম দেওয়ান, প্রকৌঃ আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌঃ শাহীনুল হত, প্রকৌঃ সুমন হায়দার, প্রকৌঃ নুরুন্নবী, সাবেক সাঃ সম্পাদক প্রকৌঃ আহমদ আল মঈন পরাগ, প্রকৌঃ নাজমুল হক নির্বাহী সদস্য প্রকৌঃ নূর-এ-সায়েম, প্রকৌঃ দেলোয়ার হোসেন, বিভিন্ন সরকারি -বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীবৃন্দসহ রাজশাহীস্থ বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রায় ২০০০(দুইহাজার) সদস্য ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ র‍্যালিতে অংশগ্রন করেন।অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌঃ মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন আইডিইবির প্রন্থাগার ও দপ্পর সম্পাদক প্রকৌঃ আহসান হাবিব।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.