নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিএনপি ও জামায়াতের চতুর্থ দফা ডাকা অবরোধ সফল করতে প্রথম দিনে রাজশাহীর মোহনপুর উপজেলায় নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি’র পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ নভেম্বর) ফজরের নামাজের পর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের বড়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ঠাকুরপড়া গ্রামের মৃত নহির উদ্দিনের ছেলে বিএনপি নেতা আইয়ুব আলী ও রুপচানের ছেলে শাহাদুল ইসলামের নেতৃত্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা চেষ্টা করতে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোহনপুর থানা তাদের গ্রেপ্তার করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছা মাত্রই নেতৃত্বকারি বিএনপি নেতা আইয়ুব আলী ও শাহাদুল ইসলাম পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন,বিএনপি নেতা বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে জাকিরুল ইসলাম(২৭), মোঃ এমদাদুল হকের ছেলে রুস্তম আলী(৪০), মৃত আক্কাস আলীর ছেলে আনোয়ার হোসেন(২৩), বাদেস আলীর ছেলে রুবেল হোসেন(২২), জাহাঙ্গীর আলমের নাঈম ইসলাম(২৩)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে ট্রাকে আগুন দিয়ে নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।