November 30, 2024, 8:31 am

News Headline :
বাগমারায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাগমারায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্ট রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, যোগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই সুব্রত কুমার।

এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির আহম্মেদ, আনসার ভিডিপি অফিসার কামরুল হাসান, উপজেলা ইমাম সমিতির প্রতিনিধি মাওঃ হাফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ সহ আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারে আইন শৃংখলা কমিটির সভায় আসন্ন নির্বাচনকে নিয়ে বক্তব্য প্রাধান্য পায়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলায় নিজ দলীয় কোন্দলে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহব্বান জানান।

সভায় বক্তারা দাবি করে বলেন, বাগমারায় কোন ধরনের নাশকতার ঘটনা নেই এবং আইন শৃংখলার অবস্থান ভালো বলে স্বীকার করেন। সেই সাথে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তারা।

একই সাথে এলাকায় প্রতিপক্ষের রোষানলে বা কারো ইন্ধনে নিরাপরাধ ব্যক্তি হয়রানির স্বীকার না হয়, সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.