নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. আনসার উদ্দীনকে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর, ২০২৩) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩(১) অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. আনসার উদ্দীনকে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ করা হলো। ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে।
প্রসঙ্গত, অধ্যাপক মো. আনসার উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রী অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক, শহীদ হবিবুর রহমান হলের প্রভোস্টসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বপালন করেন। এছাড়াও তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।