November 30, 2024, 1:46 am

News Headline :
ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ মাঠে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ মাঠে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ মাঠে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টারর দিকে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

রাজশাহী কলেজ বিএনসিসি’র সুসজ্জিত কমান্ডে কলেজের বিভিন্ন বিভাগের ২৬টি ফুটবল টিমের মার্চ পাস্টের মাধ্যমে অভিবাদন গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বেলুন উড়িয়ে এ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, ক্রীড়া কমিটির আহ্বায়ক জনাব মো. আনিসুজ্জামান, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগসহ ক্রীড়া কমিটির সদস্যগণ, শিক্ষকবৃন্দ, কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।

বেলা ১১ টার দিকে ভূগোল ও পরিবেশ বিভাগ বনাম দর্শন বিভাগের ফুটবল খেলার মাধ্যমে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় সমাজবিজ্ঞান বনাম ডিগ্রি পাস কোর্সের মধ্যে। ২৬টি ফুটবল টিমের ২৫টি নক আউট ম্যাচের মাধ্যমে এ প্রতিযোগিতা সম্পন্ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন-সুস্থ-সবল, মেধাসম্পন্ন ও সুন্দর জাতি গঠনে ক্রিড়ার কোনো বিকল্প নেই। এ ধরনের ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়েই আগামিতে জাতীয় দলে খেলার যোগ্যতাসম্পন্ন খেলোয়াড় বের হয়ে আসবে বলে বিশ্বাস করি। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ ভাবে মনোযোগী হবার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য ক্রীড়া কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ, শিক্ষক কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ , শিক্ষার্থী ও খেলোয়াড়দের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.