২০১৬ সালে মুক্তি পাওয়া ‘আইসক্রিম’ ছবির পর ‘স্কুটি’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’র মতো কাজ দিয়ে আলোচনায় থাকা তুষি এবার আলোচনায় ‘হাওয়া’ সিনেমা দিয়ে। মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’য় একমাত্র অভিনেত্রী তিনি।
অভিনয় গুণে ছবিটিতে ‘প্রাণ হয়ে উঠা’ তুষির ওটিটিতে মুক্তি পেয়েছে ‘সিন্ডিকেট’ নামে একটি ওয়েব সিরিজ। সব মিলিয়ে তুষি যেনো হাওয়ায় ভাসছেন।
তবে আজকের এই তুষির পথচলাটা খুব বেশিদিনের নয়। এই তো সেদিনের কথা। লাক্স–চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এরপরই যাত্রা হয় শোবিজে। তুষি জানালেন, তিনি নাটক করছেন না, ওটিটির কাজ আর সিনেমাতেই মনোযোগ তার।
এদিকে তুষি নিজের গোপন তথ্য ফাঁস করলেন। তিনি জানালেন, আমি কেবল ওটিটির কাজ আর সিনেমাতেই মনোযোগ দিয়েছি এবং দিচ্ছি। তবে যে চরিত্রে যেভাবেই কাজ করি না কেনো চরিত্রের পুরো স্বাদটা নিতে চাই আমি। আমার কাজের অভিজ্ঞতা বেশি দিনের নয়। তারপরও দর্শকদের যে ভালোবাসা পেয়েছি তা সামনে রেখ আগামীতে আরো ভালো কাজ উপহার দিতে চাই।