July 21, 2025, 9:50 am

News Headline :
রাজশাহীতে মহিলাদলের প্রভাব খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩,  মেয়েরা এগিয়ে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় বৃক্ষ রোপণ ১৭ বছর ধরে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে রূপপুর প্রকল্পসহ হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক রাজশাহীতে কথিত সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি’’: রাজশাহীতে নাহিদ বাগমারা আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান মোজাম্মেল এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
রাজশাহীতে প্রতিবন্ধী যুবকের যাত্রী বেশে অটো চুরি

রাজশাহীতে প্রতিবন্ধী যুবকের যাত্রী বেশে অটো চুরি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বোয়ালিয়া থানা শাহমুখদুম কলেজের সামনে থেকে একটি নীল রং এর অটো রিক্সা চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে এক প্রতিবন্ধী যুবকের অটো চুরি হয়ে যায়। এ ঘটনায় চুরি যাওয়া অটো রিক্সার মালিক দূর্গাপুর উপজেলার নওদাসাইবাড় গ্রামের একরাম আলীর ছেলে প্রতিবন্ধী রুবেল বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

চুরি যাওয়া অটো রিক্সার মালিক প্রতিবন্ধী রুবেল জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে দুই যাত্রী রেলগেট থেকে অটো রিক্সায় চড়ে শাহমুখদুম কলেজের সামনে এসে আমাকে বলে, বাড়ি থেকে একটি বস্তা ও কিছু জিনিস পত্র নিয়ে রেলগেট যেতে হবে আবার বলে, শাহমুখদুম কলেজের সামনে অটো নিয়ে দাড়ায়। একজন যাত্রী অটোতে বসে ছিলো ও আরেক জন বাড়িতে যাওয়ার নাম করে অটো থেকে নেমে যায়।

তিনি আরো বলেন, এসময় এক যাত্রী অটোতে বসেছিলো, আর আমি কিছু দুরে অটো লক করে দোকানে গিয়ে মোবাইলের কার্ড কিনার জন্য যায়। কার্ড কিনা শেষে পিছনে তাকিয়ে দেখি আমার অটো রিক্সা নাই। পরে অনেক খোঁজার পরে আর পাওয়া যায়নি। আমার অটোতে বসে থানা যাত্রী আমার অটো চুরি করে নিয়ে পালিয়েছে। পরে বোয়ালিয়া থানায় গিয়ে পুলিশকে বিষয়টি খুলে বলি ও একটি অভিযোগ দায়ের করেছি।

এ ঘটনায় বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী বলেন,এ বিষয় অভিযোগ দিয়েছে চুরি যাওয়া অটোর মালিক রুবেল। পুলিশ অটো উদ্ধারে অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.