নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় দুই দিনব্যাপী উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পবা উপজেলা বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের লক্ষে এ প্রশিক্ষনে অংশ নেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সদস্য ও পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব, পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক সহসভাপতি বেগম সুফিয়া হাসান, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব আলী প্রমুখ।
ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।
প্রশিক্ষক ছিলেন ওয়েব ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারি মানয়েল টুডু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়েব ফাউন্ডেশনের উপজেলা ভলেন্টিয়ার জালাল উদ্দিন।