November 29, 2024, 8:40 pm

রাজশাহীতে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীতে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে শহরের সাহেব বাজার কাঁচাবাজারে এ অভিযান পরিচালিত হয়।

এসময় তিনটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় মোট ৩ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মাসুম আলী।

অভিযান শেষে তিনি বলেন, মূল্য তালিকা না টাঙ্গিয়ে পেঁয়াজ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সবাইকে পেঁয়াজের ক্রয় ও বিক্রয় মূল্য প্রকাশ্যে টাঙ্গিয়ে দিতে বলা হয়েছে । অতিরিক্ত লাভে ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

এছাড়া দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত পেঁয়াজ ক্রয় না করে, ভোক্তাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।

বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.