নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন নানান কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে উপজেলা প্রশাসন সূর্যদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন। সকাল ৭ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন। এছাড়াও গোদাগাড়ী উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগ সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সকাল সাড়ে ৮ টায় গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সকাল ৯ টায় পুলিশ, আনসার ভিডিপি, স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এসব
পরে বেলা ১১ টার দিকে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বীর মুক্তিযোদ্ধার বাঙালী জাতির সূর্যসন্তান। তাদের অবদান আমাদের ভূলবার নয়। তাদের বীরত্ব ও সংগ্রামের ফলেই আমরা স্বাধীনতা পেয়ে আজ ভালো ও সুখে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার লালিত স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে চলেছেন। জাতির পিতা শেখ মুজিব আমাদের সংগ্রাম করা শিখিয়েছেন। আগামী দিনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় করেন।
এছাড়াও জাতীর শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসানালয়ে মোনাতাজ ও প্রার্থনা করা হয় বিকেলে প্রতি ফুটবল খেলা, পুরস্তার বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।