November 24, 2024, 2:48 am

News Headline :
রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম রাজশাহীতে আলু ও তেলের দাম বাড়তি রাজশাহীতে ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বললো মহানগর ছাত্রদল প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার মতবিনিময় দেশের সকল ক্ষমতার মালিক হবেন জনগণ: ড. মুহাম্মদ ইউনূস রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন দালালের ফাইলে আগে সই করেন রাজশাহী পাসপোর্ট অফিসের ডিডি
যেসব প্রতীক পেলেন রাজশাহী ছয় আসনের প্রার্থীরা

যেসব প্রতীক পেলেন রাজশাহী ছয় আসনের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৩৯ জন প্রার্থীর মাঝে তাদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ করেন। ৩৯ জনের মধ্যে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বেছে নেন। অন্য ৩৪ জন পান নিজেদের দলীয় প্রতীক।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী (নৌকা), বিএনএমের মো. শামসুজ্জোহা (নোঙর), বিএনএফের মো. আল-সাআদ (টেলিভিশন), তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালী আঁশ), এনপিপির নুরুন্নেসা (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি), জাতীয় পার্টির মো. শামসুদ্দীন (লাঙল) ও চিত্রনায়িকা মাহিয়া মাহি (ট্রাক) প্রতীক বরাদ্দ পান।

রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা (নৌকা), জাসদের আব্দুল্লাহ আল মাসুদ শিবলী (মশাল), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙল), বিএনএমের কামরুল হাসান (নোঙর), মুক্তিজোটের ইয়াসির আলিফ বিন হাবিব (ছড়ি) ও বাংলাদেশ কংগ্রেস পার্টির মারুফ শাহরিয়ার (ডাব) প্রতীক পান।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ নৌকা, জাতীয় পার্টির সোলাইমান হোসেন (লাঙল), বিএনএফের বজলুর রহমান (টেলিভিশন), জাতীয় পার্টির আবদুস সালাম খান (লাঙল), বিএনএমের মতিউর রহমান মন্টু (নোঙর), এনপিপির সইবুর রহমান আম ও মুক্তিজোটের এনামুল হক (ছড়ি) প্রতীক পান।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হক (কাঁচি), জাতীয় পার্টির আবু তালেব প্রামানিক (লাঙল), বিএনএমের সাইফুল ইসলাম রায়হান (নোঙর), স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন (মাথাল) ও এনপিপির জিন্নাতুল ইসলাম জিন্না (আম) প্রতীক বরাদ্দ পান।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদ দারা (নৌকা), গণফ্রন্টের মখলেসুর রহমান (মাছ), জাতীয় পার্টির আবুল হোসেন (লাঙল), বিএনএমের শরিফুল ইসলাম (নোঙর), বিএসপির আলতাফ হোসেন মোল্লা (একতারা) ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান (ঈগল) প্রতীক পান।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক (কাঁচি), জাসদের প্রার্থী জুলফিকার মান্নান জামী (মশাল), এনপিপির মহসিন আলী (আম), জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙল) ও বিএনএমের আবদুস সামাদ (নোঙর) প্রতীক পান। রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে কাগজপত্র এখনও না আসার কারণে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.