নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার প্রার্থীদের সাথে মত বিনিময় সভা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বুধবার সকাল সোয়া ১০ টার দিকে রাজশাহীর সার্কিট হাউসে এই মতবিনিময় সভাটি শুরু হয়।এই সভায় উপস্থিত রয়েছেন রাজশাহীর ছয়টি আসনের মোট ৪০ জন প্রার্থী।
সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়।
এরপর বেলা সাড়ে ১১ টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে উশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা করার কথা রয়েছে।