May 20, 2025, 3:40 am

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
৬০০’র বেশি এমপিও ফাইল আকটে রেখেছেন রাজশাহীর ডিডি

৬০০’র বেশি এমপিও ফাইল আকটে রেখেছেন রাজশাহীর ডিডি

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের রাজশাহী অঞ্চলের ৬০০’র বেশি এমপিও ফাইল আকটে রেখেছেন উপপরিচালক (ডিডি) ড. মো. আলমগীর কবীর। এসব ফাইলের মধ্যে রয়েছে নতুন এমপিও ফাইল রয়েছে ২ শতাধিক।

শিক্ষক ও সংশ্লিষ্টদের অভিযোগে জানা গেছে, নতুন এমপিও ছাড়ের জন্য প্রায় পৌনে ৩শ’ (২৭৬টি) রয়েছে উপপরিচালক (ডিডি) ড. মো. আলমগীর কবীরের কাছে। এর মধ্যে ডজন খানেক ফাইল ছাড় করে পরিচালককে দিয়েছেন বাকি সব ফাইল আটকে রেখেছন ১০ জানুয়ারির পর ছাড় করার জন্য। অথচ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পরিচালক অফিস থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিস বরাবর ফাইল ছাড়ার নির্দেশনা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এমপিও ছাড় করা না হলে মার্চ আসের আগে শিক্ষকরা বেতন পাবেন না।

এদিকে এরিয়ার এমপিও ফাইল আটকে রেখেছেন ৪০০ শতাধিক। এর মধ্যে ডজন খানেক ডজনখানে ফাইল ছাড়লেও সব ফাইল আটকে রেখেছেন। বিগত সময়ে রাজশাহী অফিসে ফাইল আটকে রেখে শিক্ষকদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ায় আগের পরিচালক এবং সহকারী পরিচালককের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়।

ভুক্তভোগীরা জানান, আগামী ১১ জানুয়ারি বর্তমান পরিচালক অধ্যাপক মো. মাহবুবুর রহমান শাহ্ অবসরে যাবেন। তার অবসরোত্তর ছুটির পর নতুন পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত দায়িত্বে থাকেবেন উপপরিচালক (ডিডি) ড. মো. আলমগীর কবীর। ওই সময় তিনি নিজ ক্ষমতা খাটিয়ে শিক্ষকদের সঙ্গে রফা করবেন। সে কারণে ৬০০ শতাধিক ফাইল আটকে রেছেন তিনি।

ফাইল আটকে রাখার বিষয়ে জানতে ড. মো. আলমগীর কবীরের সাথে তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.