নিজস্ব প্রতিবেদক: ‘সাকোয়াটেক্স’ রাজশাহীর একটি সোয়েটার কারখানা। এ কারখানার শ্রমিকদের কারও কারও তিনমাস থেকে আটমাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে! তাই বেতন আদায়ে আন্দোলন শুরু করেছেন শ্রমিকরা।বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে তারা কারাখানায় অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলেও তারা আন্দোলনে ছিলেন।আগের রাত কারখানার ভেতরেই কাটিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। এভাবেই তীব্র শীতে নাওয়া-খাওয়া ছেড়ে আন্দোলন করছেন শ্রমিকরা।সাকোয়াটেক্স নামের এ কারখানাটি রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরীতে অবস্থিত। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের এনা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান এটি।বর্তমানে প্রায় ৩০০ শ্রমিক কর্মরত আছেন এ সোয়েটার কারখানায়। আর সবার বেতনই বকেয়া পড়েছে।