চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে তীব্র শীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় দুইদিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, চাঁপাইনবাবগঞ্জের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ফলে শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সোমবার ও মঙ্গলবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবাহওয়া পরিস্থিতির স্বাভাবিক হলে আগামি বুধবার থেকে যাথারীতি নিয়মে পাঠদান শুরু হবে বিদ্যালয়গুলোয়।
আকস্মিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের খবর যথা সময়ে না জানতে পেরে শিক্ষার্থীরা স্কুলে এসেও ফিরে গেছেন।