নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলা সমাজসেবা কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন ও সচেনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টাায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান এর সঞ্চলনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোস্তাক হাসান(উপসচিব) পরিচালক,বিভাগীয় সমাজসেবা কার্যলয় রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপ-পরিচালক, জেলা সমাজসেবা রাজশাহী।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার ভুমি মানজুরা মুশাররফ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ এএস এম সিদ্দিকুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীমসহ ৬টি ইউপি চেয়ারম্যানগন,পৌরসভা মেয়রের প্রতিনিধি মনিরুল ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ক্ষুধা ও দাবিদ্রমুক্ত,তথ্যপ্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের বাংলাদেশ গড়া এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। তারই অংশ হিসেবে ইউপি চেয়ারম্যানগনসহ গনমান্য ব্যক্তিবর্গ ও ভোক্তাভোগিদের মোবাইল হ্যাকার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মাইকিং প্রচারের মাধ্যমে সচেতনতা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।