November 28, 2024, 8:40 pm

কাজের মান ঠিক রেখে রাস্তা নির্মাণ করতে হবে: আসাদ

কাজের মান ঠিক রেখে রাস্তা নির্মাণ করতে হবে: আসাদ

নিজস্ব প্রতিবেদক: কাজের মান ঠিক রেখে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

বৃহস্পতিবার সকালে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে নতুন রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে তিনি একথা বলেন।
এমপি আসাদ বলেন, আমার নির্বাচনী এলকায় যেখানেই রাস্তার কাজ হবে  সেখানেই রাস্তার মান ঠিক রেখে কাজ করতে হবে। কোন অনিয়ম করা যাবে না।এমনকি কোন প্রকার দুর্নীতি যাতে না হয় সে দিকে এলাকার সাবাইকে সচেতন থাকতে হবে। এজন্য এলাকাবাসীর সাহায্যও চান তিনি।

সংসদ সদস্য আসাদুজ্জামান  আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এই মুক্তিযুদ্ধ না হলে আমরা কোন স্বাধীন দেশ পেতাম না। তাই মুক্তিযোদ্ধাদের সম্মানে রাস্তার নামকরণ সেই এলাকার বীর মুক্তিযোদ্ধাদের নামে করতে হবে।

এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে মল্লিকপুর-ভায় পিয়ারপুর-কালিগঞ্জ রাস্তা পাকা করণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুর হাসান রাসেল,ধুরইল ইউনিয়  চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ঘাসি গ্রাম ইউনিয়নেয়র সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মোহনপুর উপজেলা আওয়ামী নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক এনামুল হক,মোহনপুর উপজেলা আওয়ামী লীগের  মহিলা বিষয়ক সম্পাদক রাবিয়া খাতুন শিমা, বঙ্গবন্ধু বলেজের অধ্যক্ষ মো কামারুজ্জামন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মনজাল, এলজিইডির মোহনপুর উপজেলার প্রকৌশলী সাদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.