নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার এস আই প্রতাব মাদকসহ ৪ জনকে আটক করে অর্থের বিনিময়ে ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
৫ ফেব্রুয়ারী (সোমবার) রাতে সপুরা শালবাগান থেকে ট্যাপান্টাডল ও হেরোইনসহ চারজনকে আটক করেন থানা পুলিশ।
আটকরা হলেন, সরুজ, রাকিব, কাফি, সাব্বির।
সুরুজকে ট্যাপান্টাডল দিয়ে চালান করলেও বাকী তিন জনকে ছেড়ে দেওয়া হয়। এস আই প্রতাব ও সঙ্গীয় ফোর্স উক্ত চার মাদক কারবারিকে আটক করেন। ঘটনাস্থলে রফাদফা করার চেষ্টায় ব্যর্থ হয়ে থানায় নিয়ে তিনজনের নিকট থেকে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
গোপনে কথা বলতে গিয়ে ছাড়া পাওয়া ব্যক্তিরা বলেন টাকা দিয়ে ছাড়া পেয়েছি। তবে থানা পুলিশের এস আই প্রতাব বলছেন অন্য কথা। তিনি বলেন, একজন মাদক কারবারিকে ধরা হয়েছিলো। বাকী তিনজনের দুজন সাক্ষী ও একজন সোর্স ছিলো। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, আমার জানা মতে একজন সোর্স ছিলো। অন্য দুজন স্বাক্ষী ছিলো। তবে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতো প্রশ্নের উত্তর দিতে পারবো না, নিউজ করলে করেন।