November 23, 2024, 4:33 pm

News Headline :
বাংলাদেশে তিন দিনের সফরে ভারতীয় বিমানবাহিনীর প্রধান

বাংলাদেশে তিন দিনের সফরে ভারতীয় বিমানবাহিনীর প্রধান

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান’র (বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি) আমন্ত্রণে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী, (পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি)।

২৬ ফেব্রুয়ারী (সোমবার) ঢাকায় আসেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান ভিআর চৌধুরী। ভারতীয় বায়ুসেনা প্রধানের সঙ্গে তিন সদস্যের প্রতিনিধি দল রয়েছে।

ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনজন সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বিএএফ প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন। ভারতীয় বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। ভারতীয় বায়ুসেনা প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.