নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে দরিদ্র ও গরীব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার(১মার্চ) রাজশাহী মহানগরীর মিজানের মোড় মানবাধিকার হোমিও দাতব্য চিকিৎসালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পরিচালক মানবাধিকার হোমিও দাতব্য চিকিৎসালয়ের রাজশাহী শাখা পরিচালক ডাঃ আল আমিন ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে রোগী দেখা শুরু হয়। রাজশাহী সিটি করর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডটি প্রায় কয়েকশত রোগী এ চিকিৎসা সেবা নেন। এদের মধ্যে নারীদের বিভিন্ন ধরনের রোগের সংখ্যা বেশি।
চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ রোগীরা। এসময় ডাঃ আল আমিন বলেন, যতদিন বেঁচে আছি ততদিন গরীব, অসহায় ও দুস্থ মানুষের জন্য চিকিৎসা সেবা চালু থাকবে।
উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কমিশনার মোঃ জাহের হোসেন সুজা, মিজানের মোড়ের সভাপতি মো:নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার -মো: আবদুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী মো:নাঈম চৌধুরী, তালাইমারী মসজিদে ইমাম- মো:তোজাম্মেল হুজুর প্রমুখ।