নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে মডার্ন এয়ার ইন্টারন্যাশনালের মোনাজ্জেম মো. আব্দুল হান্নান পবিত্র হজ পালনের জন্য সৌদি যাবার সময় তিন পোটলা জর্দাসহ জেদ্দা বিমানবন্দরে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন। তিনি গ্রেফতার হওয়ায় ওই ফ্লাইটের সকল হজযাত্রীদের ৫ ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। যদিও পরবর্তীতে মো. আব্দুল হান্নানকে পুলিশ ছেড়ে দেয়।
সৌদি আরবে জর্দা নিষিদ্ধ হওয়ার পরও মডার্ন এয়ার ইন্টারন্যাশনালের মোনাজ্জেম গ্রেফতার হওয়া এবং হজযাত্রীদের দুর্ভোগের কারণে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
নোটিসে বলা হয়, ২৮ জুন মোনাজ্জেম আব্দুল হান্নানের গ্রেফতার হওয়ার জন্য সকল হাজীদের ৫ ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। এই এজেন্সির হজযাত্রীর এ কাজে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। হজ এজেন্সির এ কার্যক্রম সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায় এবং সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে। এ ধরনের কার্যক্রমের কারণে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কারণসমূহ বিদ্যমান। মডার্ন এয়ার ইন্টারন্যাশনাল (হজ লাইসেন্স নং-২৯৬) এর বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এর ১৩ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ৩ দিনের মধ্যে মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়।
আই:না