নিজস্ব প্রতিবেদক: রাজশাহী র্যাব-৫ সদর কোম্পানী একটি দল অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে আটক করেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পুঠিয়া শিবপুরহাট এলাকায় এ অভিযান চালায় র্যাব। অভিযানে ৮৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল রাত ৮টার দিকে শিবপুরহাট এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহ ভাজন হিসাবে মারুফুর রহমান মারুফ (২৩), রাকিবুল হাসান (২২) ও মারুফ (২২) নামে তিনজনকে আটক করে র্যাব। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ৮৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। আটক তিন মাদক কারবারী পুঠিয়া উপজেলার শিবপুরহাট এলাকার বাসিন্দা।
আটকের পর র্যাবের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ একে অপরের সহায়তায় অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলাও রয়েছে।
পরে তাদের পুঠিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।