November 27, 2024, 2:35 pm

রাজশাহীতে সাবেক কাউন্সিলর পল্টু গ্রেপ্তার

রাজশাহীতে সাবেক কাউন্সিলর পল্টু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জালয়াতির অভিযোগে সাবেক কাউন্সিলর পল্টু গ্রেপ্তার হয়েছেন । বৃহস্পতিবার রাজশাহীর সিআইডি পুলিশ পরিদর্শক আনিছুর রহমানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিআইডি নিশ্চিত করে জানায়, রাজশাহী বোয়ালিয়া থানার মামলা নং ৯৪ তারিখ ৩০/০১/২০১৯ ধারা ৪০৬/৪২০/৪৬৮/৪৭১/৩২৩/৫০৬/১১৪ দঃ বিঃ সংক্রান্তে তদন্তে প্রাপ্ত আসামি মোঃ তরিকুল আলম @ পল্টু (৫২) পিতা মৃত আশরাফুল আলম, সাং তালাইমারি, থানা বোয়ালিয়া আরএমপি রাজশাহীকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আসামী পল্টু ১৯৯৭ সালে কাউন্সিলর থাকাকালে রামচন্দ্রপুর মৌজার জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য জনৈক সোহরাবসহ তার ভাইয়েরা তার নিকট গেলে দ্বিতীয় পক্ষ জনৈক আজিজুল আলম ও তার মুহুরী আব্দুল গণির সাথে যোগসাজসে সালিশ নামার পরিবর্তে একটি না দাবি পত্র তৈরি করে ৩ ভাইয়ের টিপসহি নেন এবং অন্য দুই ভাই এবং এক বোন অনুপস্থিত থাকলেও তাদের টিপসহি জালিয়াতি করে নাদাবি পত্র তৈরি করে।

কাউন্সিলর পল্টু নাদাবি পত্রটি সঠিক মর্মে প্রত্যয়ন করে বিরোধীও সম্পত্তি খারিজ করার জন্য সুপারিশ করে তাতে স্বাক্ষর করেন। উক্ত সম্পত্তি জনৈক লিটন ক্রয় করে দখল বুঝতে নিতে গেলে আজিজুল আলমের ছেলে ও মেয়েরা তাকে মারধর করে। ওই সময় কাউন্সিলর উপস্থিত ছিল। উক্ত কাউন্সিলর এর সুপারিশের ভিত্তিতে আজিজুল আলিমের ছেলেরা বিরোধীও সম্পত্তি খারিজ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.