August 29, 2025, 7:47 am

News Headline :
রাজশাহীর শাহমুখদুম থানায় ক্ষমতা না থাকলে মিলছেনা সেবা রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : লিটু রাজশাহীতে হত্যার উদ্দেশ্যে হামলা আসামিরা ধরা ছোঁয়ার বাইরে র‍্যাব-৫ এর এফএস সদস্যকে বেকাদায় ফেলতে মাদক ব্যবসায়ী দম্পতি’র সংবাদ সম্মেলন রাজশাহীতে অবৈধ প্লাস্টিক কারখানা, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারন মানুষ আরএমপি’র তিন থানার ওসি’সহ ৭ জনের একযোগে বদলি ‘ডক্টর ইংলিশ’র পরিচালক অনিন্দ্যসহ তিন জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর চারঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ দেয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার রাজশাহীতে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার
রাজশাহীতে উদ্বোধন হলো “আয়কর তথ্য সেবা মাস-২৩”

রাজশাহীতে উদ্বোধন হলো “আয়কর তথ্য সেবা মাস-২৩”

নাহিদ ইসলাম,নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর করঅঞ্চল রাজশাহী চত্বরে উদ্বোধন হয়েছে “আয়কর তথ্য সেবা মাস-২৩”। বুধবার (১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম অনলাইনে দেশব্যাপী কর অঞ্চল সমূহে আয়োজিত “তথ্য-সেবা মাস-২৩” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধনের পর পর সকাল ১০টায় কর অঞ্চল রাজশাহী চত্বরে উৎসবমুখর পরিবেশে, করের টাকায় গড়লে দেশ, রইবে না আর ঋনের লেশ / আমাদের দেয়া আয়কর দেশকে করবে স্বনির্ভর / আয়কর বকেয়া রাখবো না, বিড়ম্বনায় পড়বো না / কর দেবো গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এরকম সব স্লোগানে রঙ্গিন ফেস্টুন ব্যাণার টাঙ্গিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর তথ্য সেবা মাস উদ্বোধন করেন রাশাহীর কর অঞ্চলের কমিশনার মোঃ শাহ আলী।

এসময় করঅঞ্চল রাজশাহীর অন্যান্য উর্ধতন কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

উদবোধনী অনুষ্ঠানে কর অঞ্চল রাজশাহীর কমিশনার মো: শাহ আলী বলেন, এ বছর আয়কর মেলা না হলেও এনবিআর ১ থেকে ৩০ নভেম্বর-২৩ পর্যন্ত করদাতাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস জোরদার করবে। তিনি আরও বলেন, ‘কর অঞ্চলের বুথগুলোতে ই-টিন নিবন্ধন ও পুনঃনিবন্ধন সেবা দেয়ার ব্যবস্থা থাকবে। কর শিক্ষার প্রসার ও কর সংস্কৃতির বিকাশে গুরুত্ব দিতে হবে এবং মানসিকতার পরিবর্তনের সূচনা করতে হবে প্রতিটি ঘর থেকেই।

উল্লেখ্য, এবছর আয়কর তথ্য সেবা মাসে সেবাসমূহের মধ্যে রয়েছে  ২০২৩-২০২৪ করবর্ষের রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকারপত্র (চঝজ) প্রদান, ই-পেমেন্ট (এ-চালান ও অন্যান্য) ও ই-রিটার্ন দাখিল সংক্রান্ত পরামর্শ/তথ্য প্রদান, ই-টিআইএন নিবন্ধন আয়কর রিটার্ন ফর্ম, চালান, তথ্য সহায়িকা ও সিটিজেন চার্টার সরবরাহ, আয়কর সম্পর্কিত পরামর্শ/তথ্য প্রদান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.