November 27, 2024, 8:39 am

শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে ৪ শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ

শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে ৪ শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পথচারী ৪শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে শাহজাদপুর সাংবাদিক ফোরাম।

শুক্রবার ২৯শে মার্চ (১৮ই রমজান) পৌর শহরের মনিরামপুরের বঙ্গবাজারে বিকেল ৫টায় পথচারী রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকন, সহ-সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক সেলিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক বাবু, সিনিয়র সদস্য শরিফুল ইসলাম, নাঈম সিদ্দিক, মাসুম হোসেন অন্তু, চয়ন ইসলাম, সাহেব আলী, বাবুল হোসেন, রাশেদুল ইসলাম, হিরু খন্দকার প্রমুখ।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ পথচারী, রিকশাচালক, ভ্যানচালকসহ সর্বস্তরের ৪ শতাধিক রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, গত বছর রমজানে শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল জানান, বস্তুনিষ্ঠ ও জনবান্ধব সংবাদ প্রকাশের পাশাপাশি সকল প্রকার সামাজিক কাজে তাদের সংগঠন অংশগ্রহণ করে থাকে। এর‌ই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস উপলক্ষে আজ ৪ শতাধিক ভ্রাম্যমাণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

তিনি আরো জানান, শীতের সময় ছিন্নমূল ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ, বিনামূল্যে রক্তদানের মাধ্যমে দুঃস্থ রোগীদের সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজে শাহজাদপুর সাংবাদিক ফোরাম সোচ্চার ভুমিকা পালন করে থাকে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, শাহজাদপুর সাংবাদিক ফোরাম বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যানে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। তারা শীতের মধ্যেও ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
এরকম মানবিক কাজের জন্য শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্যকে তিনি ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.