প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪ | ০৭:৪৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পবা থানার কাপাস মূল এলাকায় অভিযান পরিচালনা করে ক্রোকি পরোয়ানাভুক্ত এক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। পবা থানা পুলিশ রোববার বিকেলে ওই আসামীর অস্থাবর সম্পত্তি গুলোর মধ্যে রয়েছে একটি ফ্রিজ, টিভি, খাট ও সিলিং ফ্যান জব্দ করে।
পবা থানা পুলিশ জানায়, রাজশাহী নগরীর পবা থানাধীন কাপাস মুল এলাকার মৃত্যু মজের আলীর ছেলে মো: শরিফুল ইসলাম একটি মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে। এজন্য আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন।
এরই প্রেক্ষিতে রোববার বিকাল সাড়ে ৪ টায় পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: মোস্তাফিজুর বিকাল সাড়ে চারটায় আসামির বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির অস্থাবর সম্পত্তি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন।
ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি শরিফুলের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে।