নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে বন্ধু মহল পরিবারের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী মহানগরীর প্রায় তিন শতাধিক বন্ধুদের নিয়ে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল (শনিবার) বিকাল ৫:৩০ মিনিটে পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে (এসএসসি) ১৯৯০ সাল থেকে ২০০৫ সালের বন্ধু মহল নিয়ে ইফতার আয়োজন করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও বন্ধু মহল পরিবারের মূখ্যপাত্র, বন্ধু ফরহাদ হোসেন আদনান, সাখাওয়াত হোসেন, জাবেদ আলী, রাজিব, আকতারুল হাসান অপু,শহিদুল আলম রিপন, মো: নুরে ইসলাম মিলন, রাসেল, মইন উদ্দিন, লিটু, মিঠু, সুমন সরদার, রেজাউল করিম, সুরুজ আলীর উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে রাজশাহী জেলা ও মহানগরের প্রায় তিন শতাধিক বন্ধুবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সকল বন্ধুরা বলেন, মানুষে মানুষে পারস্পরিক এক বিশেষ হৃদ্যতার নাম হচ্ছে বন্ধুত্ব, যা মানুষের একাকিত্ব দূর করে, সুখে-দুঃখে একে অন্যের পাশে থাকার এক গভীর বন্ধন তৈরি করে। বন্ধু মানে নিছক আড্ডার সঙ্গী হওয়া নয়, বরং বন্ধুর খুশিতে খুশি হওয়া, বন্ধুর দুঃখের সঙ্গী হওয়া। বন্ধুদের সাথে একত্রে পথচলার চালিকা শক্তি হওয়া। বন্ধুকে সফলতার পথে এগিয়ে দেওয়া। আর আমাদের বন্ধুত্ব সারা জীবন এমন থাকবে বলে ব্যক্ত করেন তারা।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রবাসী বন্ধুদের জন্য বিশেষ দোয়া-মোনাজাত করেন বন্ধু মেহেদি হাসান মুন।