November 26, 2024, 5:32 pm

News Headline :
লালপুরে সড়কে ঝড়ল ২ প্রাণ রাজশাহীতে এক ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার কারাগারের সামনে থেকে এমপি পুত্রকে তুলে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি অবৈধ দখলদার বুলবুল-হিটলার গংদের আড়াই মাসে কয়েক লক্ষ টাকা ঘাপলা সীমাহীন দূর্নীতির পরও বহাল তবিয়তে মোহনপুরের ইউএনও আয়শা সিদ্দিকা রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম রাজশাহীতে আলু ও তেলের দাম বাড়তি
গোদাগাড়ীতে মাদক মামলা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে অপপ্রচার

গোদাগাড়ীতে মাদক মামলা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৮০ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন গোদাগাড়ী থানা পুলিশ। আটকের পর থেকে মাদক কারবারিদের রোষানলে পড়েন থানা পুলিশ। মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তিকর পরিবেশ তৈরির চেষ্টা করছেন চক্রটি। প্রকৃত ঘটনাকে আড়াল করে মাদক কারবারিদের বাঁচাতে মরিয়া চক্রটি। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যার ৭ টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী থানা পুলিশ। অভিযানে ৮০ গ্রাম হেরোইন উদ্ধারসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। ওই ঘটনায় অপর দুই মাদক কারবারি পালিয়ে যায়।

আটক মাদক কারবারি হলেন, উপজেলার উজানপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আসাদুজ্জামান হাসান (২৭)। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর দুই মাদক কারবারি হলেন, একই গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে এবাদুর হক (৪৩) ও আকবর আলীর ছেলে সাগর (২৬)। আটক আসাদুজ্জামান হাসানের পূর্বেও ২টি মাদক মামলা ছিলো।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, উপজেলার মাটিকাটা বাইপাস সড়ক সংলগ্ন জনৈক আনারুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার উপরে কতিপয় মাদক কারবারি মাদক ব্যবসায় লিপ্ত ছিলেন। এসময় ঘটনা স্থলে গোদাগাড়ী থানার পুলিশ উপস্থিত হলে তিনজন ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করে তৎক্ষনাৎ আসাদুজ্জামান নামে একজনকে আটক করেন। অপর দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের ফেলে যাওয়া মাদক উদ্ধার করেন পুলিশ। দুজনের ফেলে যাওয়া দুটি হেরোইনের প্যাকেটসহ আটক আসাদুজ্জামান হাসানের নিকট থেকে অপর আরেক প্যাকেট জব্দ করে একত্র করলে ৮০ গ্রাম হেরোইন জব্দ করেন পুলিশ। মাদক কারবারিদের ফেলে যাওয়া ৮০ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শী ও স্বাক্ষীদের সঙ্গে কথা বলে জানা যায়, আটক আসাদুজ্জামান হাসানসহ পলাতকদের বাঁচাতে তৎক্ষনাৎ একটি হট্টগোল বাধাতে চেষ্টা করছিলো কিছু হোয়াইট কালারের গডফাদার। আসামীসহ পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এঘটনায় পুলিশকে ফাঁসাতে ও মাদক কারবারিদের বাঁচাতে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়।

জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিসহ ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। দুজন মাদক কারবারি মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়েছে। তাঁদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ওই ঘটনায় মাদক কারবারি ও তাদের গডফাদাররা বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা এসব বিষয়ে উদ্বিগ্ন নই।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.