নিজস্ব প্রতিবেদক: দিনরাত চলছে ভ্যাপসা গরম। আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। তাপপ্রবাহ চলমান থাকায় প্রাণীকুলের নেই স্বস্তি। প্রকৃতির বাতাসে গরম হাওয়ার জন্য অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন থেকে সকল প্রাণীকুল।
খরা আর তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে ফসল। তীব্র তাপদাহ থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় বুধবার সকাল সাড়ে ৮টায় মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের আলেম সমাজ ও স্থানীয় জনগণ বিশেষ জামাতে অংশ গ্রহনে দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নামাজ আদায় শেষে তারা বৃষ্টি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
হড়গ্রাম ইউনিয়নের মিয়াপুর আখ সেন্টার প্রাঙ্গণে খোলা আকাশের নিচে বিশেষ এই নামাজের জামায়াতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন নওদাপাড়া আল মারকাযুল ইসলামী আস সালাফী মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা মাক্ববূল হোসাইন। নামাজ ও দোয়ায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন ও হড়গ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোহিদুল ইসলামসহ আলেম সমাজ ও স্থানীয় বিভিন্ন পেশাজীবী মুসল্লিগণ।
উল্লেখ্য, প্রায় একমাস যাবত বৃষ্টির দেখা নেই। নদী, নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অগভীর নলকূপ, সেচ পাম্প, হ্যান্ড টিউবয়েলের পানি উঠছে না। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে কাজ করতে পারছে না। এমন পরিস্থিতিতে মুসল্লিরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে নামাজ শেষে প্রার্থনার আয়োজন করা হয়।