নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) একাডেমিক কাউন্সিলের ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় রাজশাহী মহানগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক রাশেদা খালেক, প্রফেসর ড. আবদুল খালেক, প্রফেসর মো. আনসার উদ্দিন, প্রফেসর ড. পি.এম.সফিকুল ইসলাম, প্রফেসর ড. মকসুদুর রহমান, প্রফেসর মো. আব্দুর রউফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা প্রাচ্যকলা এবং ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন, এনবিআইইউ’র সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ।
এছাড়া বিশেষ আমন্ত্রণক্রমে উপস্থিত ছিলেন এনবিআইইউ’র পরীক্ষা নিয়ন্ত্রক মো. জোনাব আলী ও সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএম মাহমুদ হোসাইন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।