না ফেরার দেশে ‘সানাম বেওয়াফা’ সিনেমাখ্যাত পরিচালক সাওয়ান কুমার তাক। তার বয়স হয়েছিল ৮৬।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এই পরিচালক। ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। তবে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে হার্ট ফেইলিয়র হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই পরিচালকের ভাতিজা নবীন কুমার তাক।
পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার, গীতিকার এবং প্রযোজক হিসেবেও অবদান রেখেছেন সাওয়ান কুমার তাক। ষাটের দশকের শেষ দিকে বলিউড সিনেমায় কেরিয়ার শুরু করেন তিনি। তার প্রথম সিনেমা ‘গোমতি কে কিনারে’ ১৯৭২ সালে মুক্তি পায়। নব্বইয়ের দশকে একাধিক জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন প্রয়াত এই পরিচালক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘সানাম বেওয়াফা’, ‘সওতান’, ‘সাজান বিনা সুহাগন’ ইত্যাদি।
সালমান খান অভিনীত ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘সাওয়ান: দ্য লাভ সিজন’ সিনেমাটিও তিনি পরিচালনা করেন। শোক জ্ঞাপন করে এই অভিনেতা লিখেছেন, ‘শান্তিতে ঘুমাবেন আমার প্রিয় সাওয়ানজি। সবসময় আপনি খুব ভালোবাসার ও সম্মানিত ছিলেন।’
ব্যক্তিগত জীবনে পরিচালক উষা খান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাওয়ান কুমার তাক। তবে সেই সম্পর্ক টেকেনি। পরবর্তী সময়ে অভিনেত্রী রাধা বারটেকের সঙ্গে বাগদান হয়েছিল, তবে সেটিও ভেঙে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাওয়ান কুমার তাকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।