November 24, 2024, 8:05 am

News Headline :
রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম রাজশাহীতে আলু ও তেলের দাম বাড়তি রাজশাহীতে ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বললো মহানগর ছাত্রদল প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার মতবিনিময় দেশের সকল ক্ষমতার মালিক হবেন জনগণ: ড. মুহাম্মদ ইউনূস রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন দালালের ফাইলে আগে সই করেন রাজশাহী পাসপোর্ট অফিসের ডিডি
ঐক্যবদ্ধ আ’লীগের কোন বিকল্প নেই শোক সভায় এমপি ওমর ফারুক চৌধুরী

ঐক্যবদ্ধ আ’লীগের কোন বিকল্প নেই শোক সভায় এমপি ওমর ফারুক চৌধুরী

তানোর প্রতিনিধি

আগামী জাতীয় নির্বাচনে পুনরায় সরকার গঠন করতে হলে ঐক্য বদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই, সব ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্য বদ্ধ হতে হবে, কারন আগামীর নির্বাচন চ্যালেন্জিং, এজন্যই কে কি পেলাম আর পেলাম না সেটা নিয়ে ঘরে বসে থাকার সময় নেই। দেশের স্বার্থে স্বাধীনতা রক্ষার স্বার্থে এক হয়ে কাজ করতে হবে।

কোন কারনে শেখ হাসিনা সরকার না থাকলে আবার দেশে জঙ্গি বাদ কায়েম হবে, আর এটাই বাস্তবতা। দেশে এখন মুশতাকের অনুসারীরা আওয়ামী লীগ কে ধ্বংস করতে নানা পরিকল্পনা করছেন। মহামারী করোনা ভাইরাস ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্বের মোড়ল দেশগুলো অর্থনীতিতে তাল মাতাল, তারাও কিভাবে এই মন্দা থেকে মুক্তি পাওয়া যায় সে চিন্তায় বিভোর। আর আমাদের সরকার প্রধান বঙ্গ কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গ্রামীণ দরিদ্র অসহায় মানুষের জন্য প্রতি মাসে ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, অল্প মুল্যে দেশের প্রায় এক কোটির বেশি পরিবার কে বিশাল ভর্তুকির মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া, সিটি করপোরেশন ও পৌর এলাকার জন্য ওএমএসের চাউল এবং গ্রামীণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বিগত কয়েক বছর ধরে দশ টাকা কেজিতে চাউল বিক্রি। অবশ্য এবার সেটাকে ১৫ টাকা কেজি ধরে প্রতিমাসে ৩০ কেজি করে চাউল কিনতে হবে।

এতকিছুর পরও আপনারা যদি আওয়ামী লীগের বা শেখ হাসিনার পক্ষে না থাকেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার দেখবে।

জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ওমর ফারুক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। শুক্রবার বিকেলের দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ও চেয়ারম্যান ইউপি সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক , চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান, বাধাইড় ইউপির চেয়ারম্যান ইউপি সম্পাদক আতাউর রহমান, কামারগাঁ ইউপির চেয়ারম্যান সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, মুন্ডুমালা পৌর সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক আমির হোসেন আমিন, দেওপাড়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা বেলাল উদ্দিন সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী তরুন সমাজ সেবক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মুন্টু, শিক্ষক জিল্লুর রহমান, রাম কমল সাহা, জেলা সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রনি, সম্পাদক মাহাবুর রহমান মহান,
উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল, সদস্য সচিব রামিল হাসান সুইট, উপজেলা সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে জাতির কল্যাণে দেশ ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনাসহ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.