নিজস্ব প্রতিবেদক: রাজশাহীসহ সারাদেশে বৈশাখী প্রখর রোদের তেজে তীব্র গা-জ্বলা খরতাপে পুড়ছে শহর-বন্দর-নগর, গ্রাম-গঞ্জ-জনপদ। শহর-নগর-গ্রাম-শিল্পাঞ্চলে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এ অবস্থায় সড়কে ট্রাফিক আইন বাস্তবায়নে কাজ করছেন ট্রাফিক পুলিশ। সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে গ্লুকোজ বিতরণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
২ মে (বৃহস্পতিবার) দুপুর আড়াই টায় প্রচণ্ড গরমে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে এ গ্লুকোজ বিতরণ করা হয়।
বাংলাদেশ পুলিশ প্রধান (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম পক্ষে গ্লুকোজ বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন আরএমপি’র ট্রাফিক বিভাগ।
ট্রাফিক বিভাগ জানান, রাস্তায় দায়িত্বরত ট্রফিক পুলিশ সদস্যদের তীব্র গরমে কিছুটা স্বস্তি দিতে এ উদ্যোগ গ্রহণ করেন আইজিপি স্যার । আইজিপি স্যারের এমন উদ্যোগ এই তীব্র গরমের মাঝেও দায়িত্ব পালনে ট্রাফিকের সকল সদস্যদের মনোবল আরও দৃঢ় করবে। এজন্য আইজিপি স্যারের (পুলিশ প্রধান) প্রতি আরএমপি ট্রাফিক পুলিশ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গ্লুকোজ বিতরণের সময় পুলিশ সদস্যদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হয়। রাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যগণ দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে দ্বায়িত্ব পালন করার ফলে হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন। এ সমস্ত পুলিশ সদস্যদের গ্লুকোজ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। তবে যাদের ডায়াবেটিস এবং হাইপ্রেসার আছে তাদেরকে গ্লুকোজ গ্রহণে সতর্ক হওয়া বা ডাক্তারের পরামর্শ নিতে বলা