নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর র্যাব-৫ এর সদস্যরা বাঘায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার সকালে বাঘার খানপুর নিচপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার মাদক কারবারীর নাম ফারুক হোসেন (২৮)। তিনি বাঘার খানপুর নিচপাড়া এলাকার বাগু মন্ডলের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র্যাব।
সোমবার র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল জানতে পারে, বাঘা থানার খানপুর গ্রামের মাদক কারবারী ফারুক তার বাড়িতে মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রি করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র্যাবের ওই দল তার বাড়ি ঘেরাও করে। এসময় ফারুক পালানোর চেষ্টা করলে র্যাব তাকে গ্রেপ্তার করে।
পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ১২১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত ফারুককে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।