নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকা থেকে তিনটি চোরাই অটোরিকশা ও অটোরিকশার বিভিন্ন সরঞ্জামাদিসহ আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর কাটাখালী থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রফিকুল ইসলাম (৩৮), আজিজুল হক (২৫) ও রাজিব (২৫)। রফিকুল রাজশাহী নগরীর কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকার মৃত আনছার মণ্ডলের ছেলে, আজিজুল একই থানার সুচরন মধ্যপাড়ার সমেজের ছেলে ও রাজিব মিরকামারী মধ্যপাড়ার করিম মোল্লার ছেলে।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় কাটাখালী থানা পুলিশের একটি টিম থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে চোরাই অটোরিকশা বিক্রি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানা পুলিশের ওই দল রাত পৌনে ১০ টায় কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৩টি অটোরিকশা, ওয়েন্ডিং মেশিন ও এয়ার কম্পেসারসহ অটোরিকশার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়- তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার অজ্ঞাতনামা চোরদের কাছ থেকে চোরাই অটোরিকশা ক্রয় করে থাকে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।