নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা-দুর্গাপুরে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত হলে মারা যায় সে।
নিহত শিশুর নাম নিশান আলী (৭)। সে দুর্গাপুরের কুরবান আলীর ছেলে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলন খাঁ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৌদুদ আলন খাঁ জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় বাড়ির অদূরে একটি বাগানে আম কুড়াতে যায় নিশান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার বলেন, হঠাৎ ঝড়ে বিপুল পরিমাণ আম ঝরে গেছে। এতে জেলার বিভিন্ন এলাকায় আমের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।