July 10, 2025, 3:55 pm

News Headline :
১৭ বছর ধরে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে রূপপুর প্রকল্পসহ হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক রাজশাহীতে কথিত সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি’’: রাজশাহীতে নাহিদ বাগমারা আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান মোজাম্মেল এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ রাজশাহী প্রেসক্লাবের কথিত সভাপতি ‘জুলু’ সেনা অভিযানে গ্রেফতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটিতে আওয়ামীলীগের দোসরদের অপসারনের দাবীতে স্মারকলিপি প্রদান রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা মামুন রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা
ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের মধ্যেই ভোট চলছে চারঘাট ও বাঘায়

ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের মধ্যেই ভোট চলছে চারঘাট ও বাঘায়

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুর পর দুই উপজেলার অধিকাংশ ভোটকেন্দ্রই ছিল ফাঁকা।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
এর সঙ্গে বিভিন্ন ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীর কর্মীসমর্থকদের মধ্যে বাড়ছে উত্তেজনাও।

তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বুধবার দুপুর ১টা পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনারস প্রতীকের প্রার্থী ফকরুল ইসলাম এবং ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লবের কর্মীসমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় চারঘাট-বাঘা আসনের সাবেক সংসদ সদস্য ও মোটরসাইকেল প্রতীকের সমর্থক রায়হানুল হক প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে রাজশাহী চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনোয়ারুল হক জানান, এ ঘটনা ছিল ভোটকেন্দ্রের বাইরের। তার এর কোনো প্রভাব ওই ভোটকেন্দ্রের ভেতরে পড়েনি। ন্যূনতম কোনো বিশৃঙ্খলাও সৃষ্টি হয়নি। স্বাভাবিক পরিবেশেই সেখানে ভোটগ্রহণ চলছে বলেও দাবি করেন।

এছাড়া বাঘার হযরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ সিনিয়র মাদরাসা কেন্দ্রে ব্যালট পেপার বাইরে নেওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোকাদ্দেসের (টিয়া পাখি) ছেলে চয়নসহ তিনজনকে আটক করা হয়।

এদিকে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা তো থাকবেই।

এদিকে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় এবার চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন।

এর মধ্যে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন। চারঘাট উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৬৩টি, ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৫০৭টি। আর এই উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৫৮৩ জন ও মহিলা রয়েছেন ৮৯ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন।

এছাড়া বাঘা উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩ জন। এখানে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬৯টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৪৩০টি। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৩ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৭ জন এবং নারী ভোটার আছেন ৮২ হাজার ৬৫৬ জন।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.