নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পাঁচ কৃষকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে পবা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এর আগে, ‘ফলে পুষ্টি, অর্থ বেশ- স্মার্ট কৃষির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন শেষে ১২৫ প্রজাতির আমসহ বিভিন্ন ফলের প্রদর্শনী পরিদর্শন করেন তিনি।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোছা. উম্মে সালমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম। এছাড়াও মোহনপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মো. আব্দুল মান্নান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ফাহমিদা নাহার।
উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্ত কৃষকরা হলেন,তানোর উপজেলার মুন্ডুমালা উত্তরপাড়া তেল ফসল উৎপাদনকারী কৃষক মো. শরিফুল ইসলাম, তানোর উপজেলার কামারগাঁ তেল ফসল উৎপাদনকারী কৃষক শ্রী সঞ্জিব কুমার ভট্টাচার্য্য, গোদাগাড়ীর ঈশ্বরীপুর তেল ফসল উৎপাদনকারী কৃষক এ.এইচ.এম. আনিসুজ্জামান, গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী তেল ফসল উৎপাদনকারী কৃষক মোসা. তাসকেরা বেগম লিজা, দূর্গাপুর উপজেলার সিংগা তেল ফসল উৎপাদনকারী কৃষক মো. আব্দুল মতিন।