নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭জুন) ভোর সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার পশ্চিম পার্শ্বে মহাসড়কে উপর একটি ঢাকাগামী মা নাদিয়া যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে ফেনসিডিল উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন ধাউরারকুটি মন্ডল পাড়ার আনোয়ার হোসেনের ছেলে নুর নবী হোসেন (২৫)।
ডিএনসি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ী নুর নবী ঢাকাগামী মা নাদিয়া যাত্রীবাহী বাসে ফেনসিডিল পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে এএসআই মোহাম্মদ শহীদুল ইসলাম আকন্দ, এএসআই মোঃ বায়েজিদ হোসেন, এএসআই মোঃ শাহজাহান আলী,সিপাই হাবিবা খাতুন মা নাদিয়া যাত্রীবাহী বাস তল্লাশি করে বাসের বাম পাশের সামনের প্রথম বক্সের ভিতর একটি বোরিং মেশিনের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগে উপপরিচালক গোয়েন্দা জিললুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে নোডাল এজেন্সি হিসেবে ডিএনসি রাজশাহী গোয়েন্দা কাজ করছে। সে ধারাবাহিকতায় এই অভিযান।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।